দেশে বিনিয়োগ, কর্মসংস্থান না হলে এবং বাইরে থেকে প্রযুক্তি না আসলে আগের মতোই থাকতে হবে; ‘কুয়োর ব্যাঙ কুয়োতেই’ থাকতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, দেশে এখন দেশি-বিদেশি সব ধরনের বিনিয়োগ প্রয়োজন। দেশে বিনিয়োগ, কর্মসংস্থান না হলে এবং বাইরে থেকে প্রযুক্তি না আসলে আগের মতোই থাকতে হবে; ‘কুয়োর ব্যাঙ কুয়োতেই’ থাকতে হবে।
বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রম অসন্তোষ নিরসনের চেষ্টা করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, শ্রমিকদের ন্যূনতম ন্যায্য পাওনা নিশ্চিতের চেষ্টা করা হয়েছে। আইএলওর অনুরোধে শ্রম আইন সংশোধন করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি উল্লেখ করে তিনি বলেন, প্রতিদিন আনুমানিক আড়াই কোটি টাকার চাঁদাবাজি হয়। অতীতে চট্টগ্রামের মেয়ররা বন্দরের দিকে বেশি নজর দিয়েছেন। চট্টগ্রাম বন্দর অনেকের কাছে সোনার ডিম পাড়া মুরগির মতো, তাড়াতাড়ি কেটে সব খেয়ে ফেলতে চেয়েছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশে নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত। গণতান্ত্রিক প্রক্রিয়া স্থাপিত হওয়া উচিত। নির্ধারিত সময়েই নির্বাচন হবে। এ নিয়ে কোনো সংশয় নেই। তবে অনেক বছর দেশে নির্বাচন হয়নি, এজন্য জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আস্থার সংকটের ব্যাপার রয়েছে।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আরও বলেন, দেশের নির্বাচনের প্রস্তুতি নেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের। প্রস্তুতি নেয়ার সময় এখনো রয়ে গেছে।
শীর্ষনিউজ