Image description
 

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির ঘোষিত প্রার্থিতা পরিবর্তনের দাবিতে শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারীরা। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রধান সড়কে মুন্সীগঞ্জ-৩ আসনের সর্বস্তরের সচেতন নারী সমাজের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ করে।
 
জেলা মহিলা দলের সহ-সভাপতি হোসনে আরা ঝুমুরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুমি আক্তার, শহর মহিলা দলের সভাপতি সাফিয়া খাতুন প্রমুখ। 

 

সমাবেশ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সমাবেশে নারী নেত্রীরা বলেন, এ আসনে ঘোষিত বর্তমান প্রার্থী স্থানীয় ভাবে গ্রহণযোগ্য নয়। এ মনোনয়ন পুনর্বিবেচনা না হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হবে। নারী নেত্রীদের দাবি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন-মৃত্যুর এই সংকটময় সময়ে সংগঠনের ঐক্য ও স্থানীয় নেতাকর্মীদের মতামতকে অগ্রাধিকার দিতে হবে।