সিলেটে পুলিশি বাধার মুখে পন্ড হয়েছে বাম জোটের মিছিল। একপর্যায়ে পুলিশের ব্যারিকেডের মধ্যেই তারা বিক্ষোভ সমাবেশ করেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর চৌহাট্টায় এই ঘটনা ঘটে।
এসময় উপস্থিত ছিলেন, কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সিলেট জেলার অন্যতম নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি মাশরুক জলিল, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সমন্বয়ক মনিষা ওয়াহিদ, ছাত্র ফ্রন্টের সভাপতি সুমিত কান্তি পিনাক, বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক সরফরাজ সানওয়ার, বিপ্লবী কমিউনিস্ট লীগের সিলেট জেলা সম্পাদক সিরাজ আহমদ, সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক মহিতোষ দেব মলয়, উদীচি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু।
এসময় বক্তারা বলেন, সমাবেশে বক্তরা বলেন, আমাদের প্রিয় মাতৃভূমির ওপর সাম্রাজ্যবাদের আধিপত্য বিস্তারের নগ্ন থাবা চলছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
তারা বলেন, এর বদলে তারা এখতিয়ার বহির্ভূতভাবে চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল আমেরিকার নৌবাহিনীর ঘনিষ্ঠ কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন করতে যাচ্ছে।