আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি দায়িত্বশীল ও ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে, এনডিসি ও এএফডব্লিউসি ২০২৫ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হয়, এ দায়িত্ব বহন করতে বাহিনীর ভূমিকাই হবে মূল শক্তি।
প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর ত্যাগ, শৃঙ্খলা ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রশংসা করে বলেন, দেশের নিরাপত্তা, উন্নয়ন ও সংকট মুহূর্তে তাদের অবদান সবসময়ই দৃষ্টান্ত হয়ে আছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রাজনৈতিক অস্থিরতা যে পরিস্থিতিই হোক,এই বাহিনীর প্রস্তুতি রাষ্ট্রকে স্থিতিশীল রাখে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশের বাহিনী আন্তর্জাতিকভাবে দেশের মর্যাদা বাড়িয়েছে।
বক্তব্যের শুরুতেই অধ্যাপক ইউনূস বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো ও আহত ব্যক্তিদের প্রতি সম্মান প্রকাশ করেন। তিনি বলেন, এসব ত্যাগ নতুন বাংলাদেশের স্বপ্নকে আরও দৃঢ় করেছে। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
সমাপনী অনুষ্ঠানে এনডিসি ও এএফডব্লিউসি কোর্স সম্পন্নকারী অফিসারদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই সফলতা তাদের আগামী দিনে উচ্চতর দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করে। তিনি বলেন, বিশ্ব রাজনীতির কেন্দ্র এশিয়ার দিকে সরে আসছে এবং এই পরিবর্তনের যুগে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।