Image description

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘আল্লাহর কটূক্তিকারিদের বাংলাদেশে কোন স্থান নেই। যতক্ষণ পর্যন্ত তাদের ফাঁসি দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে চট্টগ্রামের আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ প্রাঙ্গনে আল্লাহকে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

এ সময় হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান বলেন, ‘ওলামায়ে কেরামের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না।

আল্লাহ-রাসূলকে যারা গালি দিবে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতে থাকবে। আল্লাহ ও রাসূলের কটুক্তিকারিদের বিচার করে ফাঁসি না দেওয়া হয়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতে থাকবে।’

তিনি আরো বলেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা রাজনৈতিক স্বার্থ নয় বরং ধর্মীয় স্বার্থ রক্ষা করার জন্য, আল্লাহর নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য আমাদের এ আন্দোলন। আল্লাহকে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে এবং চলতে থাকবে।

রাসূলের ইজ্জত ও আল্লাহর শান মান রক্ষা করার জন্য রাজপথে রক্ত দেব, প্রয়োজন হলে আমরা শহীদ হব। তারপরও নাস্তিক মুরতাদরা বাংলার মাটিতে মাথাচাড়া দিতে পারবে না।’

মহাসচিব বলেন, ‘বাউলদের পক্ষ যারা নিয়েছেন তাদের বলতে চাই, আপনারা বুঝে শুনে কথা বলেন। আপনারা আবার ভোট চান।

মুসলমানদের ভোট ছাড়া, ওলামায়ে কেরামের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না।’