প্রতিষ্ঠানকে না জানিয়ে ভোটকেন্দ্র স্থাপনের প্রতিবাদ ও বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রামের জামিয়া মাদানিয়া শুলকবহর মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে শুলকবহরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ হারুন, সিনিয়র শিক্ষক মাওলানা মো. আবু তাহের, শিক্ষা পরিচালক মাওলানা মহিউদ্দিন, সহকারী শিক্ষা পরিচালক হাফেজ মো. তৈয়ব, ছাত্রাবাস পরিচালক মুফতি হাফিজুল্লাহ, মুফতি মো. তৌহিদ, মাওলানা নুরুল হক, মাওলানা আব্দুল মতিন বোখারী, মাওলানা জোবায়ের, ছাত্র সমন্বয়ক সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে জাতীয় নির্বাচনে মাদ্রাসাকে ভোটকেন্দ্র ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে বার বার নির্বাচন কমিশনে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। আমাদের প্রতিষ্ঠানে ৯০ শতাংশ শিক্ষার্থী আবাসিক। আবার সেখানে অনেকেই আছেন এতিম।
তারা বলেন, ভোটকেন্দ্র হলে অন্তত তিন দিন আগে শিক্ষার্থীদের মাদ্রাসা ছাড়তে হবে। টানা তিন-চার দিন মাদ্রাসা বন্ধ থাকলে এতিম শিক্ষার্থীরা কোথায় যাবে। আশা করব, অনতিবিলম্বে মাদ্রাসা থেকে ভোটকেন্দ্র প্রত্যাহার করবে নির্বাচন কমিশন।