Image description
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন । ঢাকা মহানগর দক্ষিণের সেল গঠন । প্রক্রিয়াধীন রয়েছে অন্যান্য অঙ্গসংগঠনেরও ।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠে গতিশীলতা বাড়াতে আসনভিত্তিক ‘নির্বাচন মনিটরিং সেল’ গঠনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। ইতোমধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সেল গঠন করেছে। মহানগর উত্তরসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সেল গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হতে পারে এমন সম্ভাবনা থাকায় স্থানীয় পর্যায়ে তৎপরতা আরও জোরদার করতে চায় দলটি।

জানা গেছে, প্রতিটি এলাকায় দলীয় প্রার্থীর পক্ষে সংগঠিত প্রচারণা জোরদার করা, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাদের আস্থা অর্জন করা, মাঠে ইতিবাচক জনমত তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও কৌশলগত প্রচার-প্রচারণা পরিচালনাই এই সেলের দায়িত্ব বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, নানা কারণেই নির্বাচনকেন্দ্রিক মনিটরিং সেল গঠন করতে হয়। অতীতেও হয়েছে। তারই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সেল গঠনের কার্যক্রম শুরু হয়েছে। মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্তদের মূল কাজ হবে স্থানীয় পর্যায়ে প্রার্থীর পক্ষে সংগঠিত প্রচারণা পরিচালনা, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আস্থা অর্জন এবং এলাকায় ইতিবাচক জনমত গঠনের জন্য বিভিন্ন কার্যক্রম সমন্বয় করা। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন, প্রতিদ্বন্দ্বী দলের কর্মকাণ্ড এবং সম্ভাব্য ঝুঁকিসহ মাঠের সার্বিক পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবে এই সেল।

খোঁজ নিয়ে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য গত ২২ নভেম্বর আসনভিত্তিক সেল গঠন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এর মধ্যে মহানগরের ৭টি আসনে ৬২ জনকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির আহ্বায়ক রফিকুল আলম মজনুকে ঢাকা-৮ আসনের পাশাপাশি নিজ এলাকা ফেনী-১ আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির সদস্য সচিব ও ঢাকা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিনসহ এই আসনে ১১ জন এবং ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনসহ ১০ জনকে নির্বাচনকালীন সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা-৯ আসনে দলীয় প্রার্থী এখনো ঘোষণা করা না হলেও এই আসনের জন্য ৭ জনকে মনিটরিংয়ের দায়িত্ব দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদেরও ওপর এই আসনের দায়িত্ব পড়েছে। জানতে চাইলে লিটন মাহমুদ যুগান্তরকে বলেন, নির্বাচনি এলাকায় প্রার্থীদের প্রচার, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে এই মনিটরিং সেল ভূমিকা পালন করবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান বুধবার যুগান্তরকে বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষ্যে আসনকেন্দ্রিক মনিটরিং সেল গঠনের কার্যক্রম চলমান আছে। খুব শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপি নির্বাচনি সেল ঘোষণা করবে।

জানা যায়, খুব শিগগিরই কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পৃথকভাবে তাদের নির্বাচনি সেল গঠন করবে। সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনি কর্মকাণ্ড চালাবেন।

বিএনপি নেতাদের মতে, আসন্ন নির্বাচনে কার্যকরভাবে মাঠপর্যায়ের উপস্থিতি নিশ্চিত করা এবং দ্রুত কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের জন্য এই মনিটরিং সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলছেন, নির্বাচনি মনিটরিং সেল শুধু প্রচার-প্রচারণার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; এলাকাভিত্তিক রাজনীতির গতিশীলতা আনার পাশাপাশি প্রতিপক্ষের কার্যক্রম মনিটরিং করে কর্মকৌশল প্রণয়ন, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা, জনমতের গতিপ্রবাহ পর্যালোচনাসহ সংশ্লিষ্ট সবকিছু নিয়মিত মূল্যায়ন করে কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করবে। মাঠের প্রতিদিনের পরিস্থিতি ও চ্যালেঞ্জ সম্পর্কে তাৎক্ষণিক করণীয় নির্ধারণে কেন্দ্রকে উদ্যোগ গ্রহণে সহায়তা করবে তারা। এর মাধ্যমে নির্বাচনি প্রস্তুতির ঘাটতি চিহ্নিত করে সমস্যার দ্রুত সমাধান চায় বিএনপি। সব মিলিয়ে, নির্বাচনি লড়াইকে ঘিরে বিএনপির এই মনিটরিং সেল মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করবে বলে মনে করে দলটি।

যুবদলের দায়িত্বশীল একাধিক নেতা জানান, নির্বাচনি সেল গঠনের বিষয়ে আলোচনা চলছে। বিএনপির নীতিনির্ধারকদের নির্দেশনা অনুসারে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম দিকে যুবদলের মনিটরিং সেল গঠন করা হবে।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব যুগান্তরকে বলেন, আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক কার্যক্রম অব্যাহত রাখছি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের সাংগঠনিক তৎপরতা চলছে। আসন্ন নির্বাচনে বিএনপিসহ অন্যান্য অঙ্গসংগঠনের পাশাপাশি ছাত্রদলেরও আসনকেন্দ্রিক মনিটরিং সেল গঠনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি শিগগিরই সেল গঠন করতে পারব।