Image description

হংকংয়ের একটি আবাসিক এলাকায় আগুন লেগে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। নিখোঁজ রয়েছেন আরো অন্তত ২৭৯ জন।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে তাই পো জেলার ওয়াং ফুক কোর্টে আবাসিক এলাকার ৭টি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বলেন, ওয়াং ফুক কোর্টে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮০০ জনেরও বেশি কর্মী কাজ করছেন। আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

স্বরাষ্ট্র বিভাগের তাই পো জেলার কর্মকর্তা ইউনিস চান হাউ-ম্যান এক সংবাদ সম্মেলনে বলেন, বুধবার আগুনে পুড়ে যাওয়া হংকং অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বসবাসকারী ৭০০ জনেরও বেশি বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

হংকং পুলিশ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে একজন ফায়ার সার্ভিসের সদস্য মারা গেছেন। অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, এটি প্রায় ৩ দশকের মধ্যে হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।

আবাসিক এলাকাটি বেসরকারি হাউজিং কমপ্লেক্স। এখানে ৮টি বহুতল ভবন রয়েছে।

হাউজিং কমপ্লেক্সে প্রায় ২ হাজার অ্যাপার্টমেন্ট ছিল। আদমশুমারির তথ্যমতে, এই আবাসিক এলাকায় ৪ হাজার ৬০০ জনেরও বেশি বাসিন্দা বাস করেন। এখানে অনেক শিশু, বৃদ্ধ বাসিন্দা বসবাস করেন।

সূত্র : বিবিসি