জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, খুব শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দুই দিনব্যাপী মতবিনিময় শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়া এই নতুন জোট ৩০০ আসনে প্রার্থী দেবে। কয়েক দিনের মধ্যেই বিএনপি-জামায়াতের বাইরে গঠন হওয়া এই নতুন জোট দেশের সামনে দৃশ্যমান হবে, যারা জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে।
নাসিরুদ্দীন পাটোয়ারীর ভাষায়, দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে—যারা সংস্কার, নারীর অধিকার, আলেম-ওলামার স্বার্থ এবং দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেবে।
সংবাদ সম্মেলনে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, জাতীয় পার্টিকে ব্যবহার করে ভারত ও আওয়ামী লীগ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। তার দাবি, এসব শক্তি জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে।
এছাড়া, জুলাই অভ্যুত্থানের পর প্রশাসনিক ক্ষমতার ভাগাভাগির চিন্তা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানান এনসিপি নেতারা।
এর আগে দলীয় মনোনয়নপ্রার্থীদের সঙ্গে দুই দিনব্যাপী মতবিনিময় শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।