রাজধানী ঢাকাসহ সারাদেশে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্প চলাকালে আতঙ্কিত হয়ে বা দুর্ঘটনার শিকার হয়ে ঢাকায় যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। আহত ব্যক্তিদের প্রত্যেককে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত এ সহায়তা প্রদান করা হবে।
শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় বসবাসরত অথবা ঢাকায় কাজে এসে যারা আজকের এ ভূমিকম্প চলাকালে দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন, তারা এ সরকারি সহায়তা পাবেন। তবে আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশ থাকতে হবে।
যোগাযোগের নিয়ম ও নম্বর
আহত রোগী নিজে অথবা তার পক্ষে হাসপাতালে অবস্থানরত অ্যাটেনডেন্ট বা নিকটাত্মীয়রা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করে এ সহায়তা গ্রহণ করতে পারবেন। সহায়তার জন্য ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের +৮৮০১৭০০৭১৬৬৭৮ নম্বরে জরুরিভিত্তিতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ভূমিকম্পে আহত রোগী বা তাদের স্বজনদের কাছে এ বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।