Image description

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গত এক মাসে গাজায় অন্তত ৬৭ ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (২১ নভেম্বর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জানান, নিহতদের মধ্যে রয়েছে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দক্ষিণ গাজার খান ইউনিসে এক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত এক কন্যা শিশু। এছাড়াও, এই হামলার ঠিক একদিন আগে ইসরায়েলের ধারাবাহিক হামলায় নিহত আরও সাত শিশুও এই সংখ্যায় অন্তর্ভুক্ত।

তিনি বলেন, 'এটি একটি সম্মত যুদ্ধবিরতির সময় ঘটছে। এই ধরনের ঘটনা সত্যিই মর্মান্তিক।' 

'আমরা বহুবার বলেছি—এগুলো পরিসংখ্যান নয়। প্রত্যেকেই ছিল একটি পরিবার, স্বপ্ন ও জীবনের অধিকারী শিশু—যাদের জীবন অব্যাহত সহিংসতায় হঠাৎই থেমে গেছে।'

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট ৬৪ হাজারেরও বেশি শিশুর মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউনিসেফ।

মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০২৪ সালে প্রতি মাসে গড়ে ৪৭৫ ফিলিস্তিনি শিশু আজীবন পঙ্গুত্বসহ গুরুতর আঘাতের শিকার হয়েছে—এরমধ্যে রয়েছে মস্তিষ্কে আঘাত ও দগ্ধ হওয়ার মতো গুরুতর ইনজুরি।

সংস্থাটি আরও বলেছে, আধুনিক ইতিহাসে 'শিশু অঙ্গহানির সবচেয়ে বড় সংখ্যা' এখন গাজায়।

এদিকে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের কৌশল হিসেবে 'ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার' করার অভিযোগ উঠেছে। এর ফলে গাজায় মারাত্মক মানবিক সংকট দেখা দিয়েছে, যেখানে খাদ্যাভাবে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ শিশুদের মধ্যে বহু ক্ষুধাজনিত মৃত্যুর ঘটনাও ঘটেছে।