Image description

দীর্ঘ আট বছর জঙ্গি দমন, বোমা শনাক্তকরণ ও বিভিন্ন উচ্চঝুঁকিপূর্ণ অভিযানে নির্ভরযোগ্য সঙ্গী হিসাবে কাজ করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তিন প্রশিক্ষিত কুকুর ফিন, কোরি ও স্যাম। বয়সজনিত কারণে কর্মক্ষমতা কমে আসায় এবার তাদের অবসরে পাঠাচ্ছে পুলিশ। সেই সঙ্গে নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ডিএমপির লজিস্টিকস শাখা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় ২৫ নভেম্বর মিরপুর-১৪ পুলিশ লাইন্সের ক্যানাইন ইউনিট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই নিলাম। এতে ব্যবসায়ী, চুক্তিকারী এবং বিশেষ করে কুকুরপ্রেমীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শীর্ষনিউজ