জুলাই বিপ্লব পরবর্তী সরকার জাতির জন্য হাতে হাত ধরার বুকে বুক মেলানোর সুযোগ এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘এই সুযোগ যদি হাতছাড়া করি আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে।’
তিনি বলেন, নারীদের পেছনে রেখে আমরা পুরুষরা সামনে এগিয়ে যেতে পারবো না। আমাদের এগিয়ে যেতে হলে মা-বোনদের সঙ্গে নিয়ে যেতে হবে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা আয়োজিত ‘হিফজুল কোরআন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি; ভেদাভেদ আর নয়। আমাদের একে অপরের হাত ধরে সামনের দিকে এগোতে হবে। আমরা মানুষকে সম্মান করতে শিখি।
ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, থাকুক না। যুগে যুগে ছিল।
তিনি বলেন, এই জুলাই বিপ্লব পরবর্তী সরকার জাতির জন্য সুযোগ এনে দিয়েছে, হাতে হাত ধরার, বুকে বুক মেলানোর। এই সুযোগ যদি হাতছাড়া করি আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে।
ধর্ম উপদেষ্টা বলেন, রাসুল (সা.) হজরত আয়েশাকে, হজরত খাদিজাকে নিয়ে এবং অন্যান্য সাহাবিয়াত যারা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন তাদের সঙ্গে নিয়ে সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনকি যুদ্ধের ময়দানেও আমরা আমাদের মা-বোনদের দেখেছি।
তিনি বলেন, আমরা যদি আমাদের মা-বোনদের, কন্যাদের কোরআনের আলো দিতে পারি, হাফেজা-আলেমা-মুহাদ্দিসা কিংবা স্কলার বানাতে পারি; তাহলে তারা সমাজ, রাষ্ট্রের সব জায়গায় সর্বস্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে ১৬৭ জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড তুলে দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ। এর আগে মাদরাসাটির শিক্ষার্থীরা ইসলামী গান, কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করেন।