Image description
 

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা মামলায় রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী মোল্লা (৫৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি মৃত আফতাব উদ্দিন মোল্লার ছেলে এবং সদর উপজেলার আটদাপনিয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, রাজবাড়ী থানার এসআই মোঃ মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাত ১টার দিকে ইউনুস আলী মোল্লার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান বলেন, মামলাটির তদন্ত চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শীর্ষনিউজ