Image description

সামাজিক মাধ্যমে রাজপথের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে উপস্থিত হয়ে আলোচনায় থাকেন ভাইরাল সিদ্দিক। নানা কারণেই তিনি ভাইরাল। এবার তিনি আলোচনায় এলেন নিজের ধর্মের কথা বলে। জানালেন একসময় তিনি হিন্দু ছিলেন।

পরে মুসলমান হয়েছেন।

আসলে আমাদের দিনগুলোও যায়যায় দিন অবস্থা। কিভাবে যে আমাদের দিন যায়— সুখে যায় না, দুখে যায় বুঝি না। আগের স্ত্রী আমার চলে গেছে।

আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, আমি একজন কাফের ছিলাম। আমি একজন মুশরিক ছিলাম, হিন্দু ছিলাম। আল্লাহ আমাকে ঈমানের মতো দৌলত দান করেছেন।
 

কথা বলতে বলতে তিনি কেঁদে ফেলেন।

এরপর বলতে থাকেন,  আলহামদুলিল্লাহ। নট অনলি ঈমান, আল্লাহ আমাকে আলেম হিসেবে কবুল করেছেন। জুনায়েদ আল হাবিবির কাছে সিরাতুল কিতাব পড়েছি, আল্লামা শায়খুল হাদিসের কাছে কিতাব পড়েছি। 

 

চলতি বছরের আগস্টে ধানমণ্ডি-৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে জনতার রোষে পড়ে ধাওয়া খেয়ে পালিয়ে যান ভাইরাল সিদ্দিক। যিনি কখনো নিজেকে আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী, আবার কখনো বিএনপি, জামায়াত ও এনসিপিকে গালাগালি করে আলোচনায় এসেছেন।

সিদ্দিক কিছুদিন আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বলেন, ‘বিএনপি ও জামায়াতের চৌদ্দগোষ্ঠীির ক্ষমতা নাই গোপালগঞ্জের তিনটা আসন শেখ হাসিনার কাছ থেকে নেওয়ার। এমন কেউ পৃথিবীতে জন্ম হয় নাই।’

তার মতো মানুষকে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার : জয়া আহসান

আরেকটি ভিডিওতে দেখা যায়, সিদ্দিক জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলছেন, ‘আমি তো আজকের বিএনপি না। জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন।’

আরেকটি ভিডিওতে সিদ্দিক বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলছেন, ‘ইউনূস আমি তোমাকে হুঁশিয়ার করে বলতে চাই, তুমি কি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবা…।’