Image description

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।

এই রায়ের পর এক প্রতিক্রিয়ায় যুদ্ধাপরাধে দণ্ডিত কাদের মোল্লার সাজাকে ‘অবিচার থেকে বিচার’ এই ক্যাপশন দিয়ে একটি চিঠি পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মহিউদ্দিন খান। চিঠিটি কাদের মোল্লার হাতের লেখা উল্লেখ করা রয়েছে।

এতে লেখা রয়েছে,  প্রিয় রনি, ‘যদি কখনো সময় পাও এবং তোমার ইচ্ছা হয় তবে আমার ফাঁসির পর একবার হলেও বলো বা লিখো—কাদের মোল্লা আর কসাই কাদের এক ব্যক্তি নয়। আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে আর কসাই কাদের তখন কিয়ামত পর্যন্ত হাসবে।/কাদের মোল্লা।’

May be an image of text