Image description

গাজীপুরের কালিগঞ্জ থেকে নেত্রকোনার কেন্দুয়ার কলেজছাত্র তানভীর হাসান (১৮)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) রাত ৮টায় উপজেলার চাপুরী গ্রামের শাহীনুর জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। নিহত তানভীর পারভিন সিরাজ মহিলা কলেজের প্রভাষক আসাদুজ্জামান কাজলের ছোট ছেলে এবং কেন্দুয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ নভেম্বর) তানভীর ঢাকায় মামার বাসায় বেড়াতে যায়। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে ট্রেনে বাড়ির উদ্দেশে রওনা হয় তানভীর। এদিন সকাল সাড়ে ১১টায় মায়ের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে পরিবারের পক্ষ থেকে গাজীপুর থানায় একটি জিডি করা হয়।

এরপর শনিবার রাত ১১টার দিকে গাজীপুরের কালিগঞ্জ থানা থেকে কেন্দুয়া থানায় জানানো হয় যে, ঢাকা–ময়মনসিংহ রেললাইনের পাশে ময়লার ভাগারের কাছ থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায়, গলায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় শনাক্তের পর জানা যায় সেটি তানভীরের মরদেহ। পরিবারের ধারণা, ট্রেনের ছাদে যাত্রার সময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও প্রায় ২০ হাজার টাকা লুটে নেয় এবং তাকে হত্যা করে ফেলে রেখে যায়।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, তানভীরের নিখোঁজের বিষয়টি পরিবার তাকে জানালে তিনি গাজীপুরে জিডি করতে বলেন। পরে রাত ১১টার দিকে কালিগঞ্জ থানা থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তিনি পরিবারকে অবহিত করেন।