Image description

রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন ও অর্থায়নের সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জয়সহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে এসব অভিযান পরিচালিত হয়। ডিবির মতিঝিল, গুলশান, সাইবার, ওয়ারী ও মিরপুর বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে।
 
গ্রেফতারকৃত অন্যরা হলেন- লক্ষ্মীপুর জেলা কমলনগর থানার চর লরেঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল ওরফে সাগর (৩৩), গোপালগঞ্জ সদর সাতপাড় সরকারি নজরুল কলেজ ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক জুয়েল বালা (২৬), বরিশাল জেলা উজিরপুর থানা ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন (৪৫), ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সালমান হোসেন ইমন (৩২)।

নরসিংদী জেলা পলাশ থানার আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতি কারিউল্লা সরকার (৫২),  ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি মো. তানভীর হক নাদিম (৩৩), ঢাকা মহানগর তেজগাঁও থানার ২৪ নং ওয়ার্ডের ১ নং ইউনিটের  আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হুমায়ূন মিয়া (৪৫), পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলার ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান নাঈম (২৩) ও ময়মনসিংহ জেলা শাখা ছাত্রলীগের সদস্য মো. নাসিরুল ইসলাম হিমেল (৩৫)।

ডিবি সূত্রে জানা যায় শনিবার (১৫ নভেম্বর) আলু বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুর রহমান জামিলকে গ্রেফতার করে গোয়েন্দা সাইবার বিভাগের একটি টিম। একই তারিখ ডিবি সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ কর্তৃক জুয়েল বালাকে কলাবাগান থানাধীন গ্রীনরোডস্থ  সেন্ট্রাল হাসপাতালের সামনে  হতে গ্রেপ্তার করা হয়। 

অপরদিকে রবিবার (১৬ নভেম্বর) খিলগাঁও থানাধীন নবীনবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তারিকুল ইসলাম জয়কে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ ।

ডিবি সূত্রে আরও জানা যায়, (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১২.০৫ ঘটিকায় ভাটারা থানাধীন প্রগতি সরণি কুড়িল গামী রোডে ভাই ভাই হোটেলের সামনে থেকে মো. সালমান হোসেন ইমনকে ডিবি গুলশান বিভাগের সঙ্ঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গ্রেফতার করে। একই তারিখ ও স্থানে রাত আনুমানিক ১২.১০ ঘটিকায় সামনে অভিযান পরিচালনা করে মো. তানভীর হক নাদিমকে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ টিম ।
 
এছাড়া ডিবি মতিঝিল বিভাগ কর্তৃক (১৫ নভেম্বর) রাত আনুমানিক ০৭:০০ ঘটিকায় কলাবাগান থানাধীন বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকা থেকে মো. জুয়েল হোসেন গ্রেফতার করা হয়। অপরদিকে (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১২:২০ ঘটিকায় ভাটারা থানা এলাকা থেকে আসাদুজ্জামান নাঈম এবং মো. নাসিরুল ইসলাম হিমেলকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, শনিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় রামপুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে কারিউল্লা সরকারকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক টিম।

তাছাড়া ডিবি মিরপুর বিভাগ কর্তৃক রবিবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক রাত সাড়ে ১২ টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাখালপাড়া সমিতি বাজার এলাকা থেকে মো. হুমায়ূন মিয়াকে গ্রেফতার করা হয়। 

ডিবি সূত্রে আরও জানা যায়, রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা, অর্থায়ন, সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণের প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।