Image description

চল্লিশ বছরের তানিয়া। তার নামে মামলাও ৪০টি। শয়তানের নিঃশ্বাসে মানুষকে অচেতন করে স্বর্ণালংকার আর টাকা হাতিয়ে নেয়াই তানিয়ার পেশা। অবশেষে রাজধানীর রূপনগরে এক চুরির ঘটনায় পুলিশের হাতে আবারও ধরা পড়েছেন তিনি।

জানা গেছে, গত ৮ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর রূপনগরের বর্ধিত পল্লীতে এ ঘটনা ঘটে। শয়তানের নিশ্বাস (স্কোপোলামিন) প্রয়োগ করে নাসিমা আক্তার নামে এক নারীর ২৩ ভরি সোনা ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।

ওইদিনের ঘটনার সিসিটিভির ফুটেজ সময় সংবাদের হাতে আসে। এতে দেখা যায়, ভবনে ঢুকছেন লাল রঙের পোশাক পরা এক নারী। যুতসই কোনো পরিচয়ে প্রবেশ করেন টার্গেট ফ্ল্যাটে। কিছুক্ষণ পর দেখা যায়, স্বাভাবিকভাবে বেরিয়ে যাচ্ছেন ওই নারী।

ভুক্তভোগী নারী নাসিমা আক্তারের দাবি, ওই নারী ফ্ল্যাটে ঢোকার কিছুক্ষণ পরই স্বাভাবিক চেতনা লোপ পায়। এমন কিছু একটা দিয়েছে যেটা শুধু নাক দিয়ে নিঃশ্বাসটা ব্রেনে যায়। সব দেখলেও কিংবা বুঝলেও কিছুই বোঝাতে পারছিলেন না নাসিমা। মুহূর্তেই কোনো কিছু না বুঝেই নির্দেশনামতো স্বর্ণালংকারসহ সব কিছু তুলে দেন তিনি।

এ ঘটনায় নাসিমা আক্তারের স্বামী বেলাল হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে রূপনগর থানায় একটি নিয়মিত মামলা হয়। এরপরই তদন্তে নামে পুলিশ। মূলহোতা তানিয়াকে চিহ্নিত করে রূপনগর থানার তদন্ত দল। পরে ১০ নভেম্বর দিবাগত রাতে উত্তরা দিয়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম বলেন, যাচাই করলে দেখা যায় অভিযুক্ত নারী তানিয়ার বিরুদ্ধে আগের মামলা রয়েছে ৩৮টি। আমাদের থানায় সম্প্রতি বেলাল নামের এক ব্যক্তি একটি মামলা করেন। আর ইস্টার্ন হাউজিংয়ে সবুজ নামের আরেক ব্যক্তির বাসায় লুটের ঘটনায় আরও একটি মামলা হয়। তিনি আরও বলেন, ‘তানিয়া একটা মাফিয়া চক্র। তার সঙ্গে থাকা চক্রের অন্য সদস্যদেরও শনাক্তের কাজ চলছে।’

শীর্ষনিউজ