
চট্টগ্রামের হাটহাজারীতে একটি বসতঘরের দুইটি কক্ষের ফ্লোর ভেঙে প্রাণঘাতী বিষধর পদ্মগোখরো সাপের ৩১টি বাচ্চা উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্ব দেওয়াননগর মিঠা ছড়ারকূল এলাকার একটি বসতঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকাজ সম্পন্ন করেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের হাটহাজারী প্রতিনিধি রেজাউল করিম রাকিব ও তার সহকারী মো. জিসাত। এ সময় তারা বিষধর পদ্মগোখরো সাপের ৩১টি বাচ্চাসহ সাপের ৪০টি ডিমের খোসাও উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম উত্তর বন বিভাগ হাটহাজারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মো. সাইফুল ইসলাম বলেন, সাপের বাচ্চাগুলো ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা আমাদের কাছে হস্তান্তর করবে। পরবর্তীতে আমরা সাপের বাচ্চাগুলো আমাদের বনবিভাগের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে কথা বলে অবমুক্ত করব।