
‘বোরকাকে বস্তার সাথে তুলনা’ করে পর্দাশীল নারীদের অবমাননা ও ‘মুখ দেখানোর হেডম নাই’ বলে কটূক্তি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আজ বুধবার (২২ অক্টোবর) ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়েছে, বোরকা মুসলিম নারীর সম্মান, স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক। যে সমাজে শিক্ষিত তরুণও এমন নোংরা ভাষায় নারীকে হেয় করে, সেখানে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। নারীর মর্যাদা, পর্দা ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কোনো অপমান আমরা সহ্য করব না। পর্দাশীলতা লজ্জা নয়, এটি গৌরব।
বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের মন্তব্য কেবল নারীর সম্মান ও স্বাধীনতার প্রতি অবজ্ঞা নয়, বরং মুসলিম নারীর ধর্মীয় পরিচয় ও বিশ্বাসের উপরও সরাসরি আঘাত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এই শিক্ষার্থীর বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।
এদিকে অভিযুক্ত রিয়াদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এদিকে এক গণমাধ্যমকে ওই অভিযুক্ত বলেন, প্রথমে মন্তব্যের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে মন্তব্যের স্ক্রিনশট থাকার বিষয়টি জানানো হলে তিনি বলেন, তার মন্তব্যের অন্য উদ্দেশ্য ছিল, বলে উল্লেখ করেন।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২-২৩ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসান শেখের বিভাগের এক সিনিয়রের ফেসবুক পোস্টের একটি মন্তব্য ঘিরে। সেখানে রিয়াদ বলেন “নিজে তো সারাদিন বস্তা বন্দি হইয়া থাকে, খোমা দেখানোর হেডম নাই। তাও অন্যেরটা দেখে জেলাস হয় আরকি”। এ ঘটনার পর বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াদের মন্তব্যের কঠোর নিন্দা জানান।