Image description
 

ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে বুয়েট ছাত্র শ্রীশান্ত রায়কে গ্রেপ্তার করার ঘটনায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তোপের মুখে পড়েছেন চাকসুর নবনির্বাচিত সদস্য আকাশ দাস।

 

বুধবার দুপুরে আকাশ দাস নিজের ফেসবুক আইডিতে বিতর্কিত ওই পোস্টটি দিলে তুমুল সমালোচনা সৃষ্টি হয়। কিছুক্ষণ পরেই তিনি ওই পোস্টটি সরিয়ে নেন।

 

পরে এদিন সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে আরেকটি পোস্ট দেন আকাশ।

 

ওই পোস্টে তিনি বলেন, ‘আমার যে পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আমি সে পোস্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘আমি অপরাধীর পক্ষ নিয়েছি বিষয়টি এমন নয়, বরং ঘটনাটি সম্পর্কে আমি পুরোপুরি ওয়াকিবহাল ছিলাম না। 

আশা করি, বিষয়টি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবার কাছে শর্তহীন ক্ষমা চাচ্ছি।