
শহীদ জেহাদ দিবস উপলক্ষে স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহিদ নাজির উদ্দিন জেহাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ছবিঃ তারেক রহমানের ফেসবুক পোস্ট
বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লিখেন, “আমি স্বৈরাচারবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করি।”
তিনি উল্লেখ করেন, ৯০’র এরশাদবিরোধী গণআন্দোলনে শহীদ জেহাদ একটি অবিস্মরণীয় নাম। রক্তঝরা সেই আন্দোলনের লক্ষ্য ছিল বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা।
তারেক রহমান বলেন, “গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা ও দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা যদি তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে না পারি, তবে তাঁর আত্মা কষ্ট পাবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হলে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করাই প্রকৃত গণতন্ত্র।”
তারেক রহমান আহ্বান জানান, “শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করে দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে হবে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।”
পোস্টের শেষে তিনি লেখেন, “আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”