Image description

নির্বাচনী হাওয়া বইছে হাওর - ভাটির জেলা সুনামগঞ্জে । আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সম্ভাবনা ঘিরে সরগরম জেলার পাঁচটি সংসদীয় আসন । মনোনয়নপ্রত্যাশীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি । সদ্য শেষ হওয়া দুর্গাপূজায় মন্দিরে মন্দিরে গিয়ে সম্প্রীতি ভাগাভাগি করতে দেখা যায় তাঁদের । খোঁজ নিয়ে জানা গেছে , জেলার আসনগুলোতে তরুণ ও নবীন প্রার্থীদের সম্ভাবনা উজ্জ্বল । আলোচনায় আছেন প্রবীণেরাও ।

আসনগুলোতে তরুণ ও নবীন প্রার্থীদের সম্ভাবনা উজ্জ্বল হলেও আলোচনায় আছেন প্রবীণেরাও । বিএনপির নীতিনির্ধারণী পর্যায় থেকে এখনো এসব আসনে কাউকে কোনো সংকেত দেওয়া হয়নি । তবে জামায়াতে ইসলামী , খেলাফত মজলিস আনিসুল হক একক প্রার্থী ঘোষণা করেছে । তবে দিনভর প্রচার চালাচ্ছেন মনোনয়নপ্রত্যাশী ।

ধান , মাছ , খনিজ সম্পদ ও পর্যটনে সমৃদ্ধ সুনামগঞ্জ -১ আসন ( জামালগঞ্জ , তাহিরপুর , ধর্মপাশা , মধ্যনগর ) । এখানে আছে বাগলি , বড়ছড়া , চারাগাঁওসহ তিন শুল্ক স্টেশন । দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া ছাড়াও জেলার সবচেয়ে বেশি হাওর , জলমহাল ও বালুমহাল আছে আসনটিতে । এ আসনে ধানের শীষ প্রতীক চাইছেন কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমান , প্রয়াত সংসদ সদস্য নজির হোসেনের স্ত্রী সালমা নজির , কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক আনিসুল হক , তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল , ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতালেব খান , যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী , ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নিজাম উদ্দিন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা . রফিকুল ইসলাম চৌধুরী । জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা আমির তুফায়েল আহমদ খান , খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ফজর আলী , কমিউনিস্ট পার্টির অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার চালাচ্ছেন প্রচার ।

দিরাই-শাল্লা উপজেলা নিয়ে ‘হেভিওয়েট ’ আসন সুনামগঞ্জ -২ । এখানে ভোটের মাঠে সক্রিয় নতুন মুখ । আলোচনার শীর্ষে আছেন জামায়াত মনোনীত ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শিশির মনির ও নতুন দল এসসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জুলাই গণ- অভ্যুত্থানে প্রথম সারির ছাত্রনেতা অনিক রায় । বিএনপির সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী , অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী , জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি যুক্তরাজ্যপ্রবাসী তাহির রায়হান চৌধুরী পাবেলও দলীয় মনোনয়ন চাইছেন । 

এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ড . শুয়াইব আহমদ , খেলাফত মজলিস মনোনীত সাখাওয়াত হোসেন মোহনও গণসংযোগ করছেন । সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর - শান্তিগঞ্জ ) আসনে বিএনপির মনোনয়ন পেতে সক্রিয় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ । তাঁর মনোনয়ন ঠেকাতে এককাট্টা যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সভাপতি এম এ কাহারের নেতৃত্বাধীন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমদ , জেলা বিএনপির সাবেক সহসভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন , মেজর ( অব . ) সৈয়দ আলী আশফাক সামী বলয় । জামায়াতে ইসলামীর মনোনীত সিলেট মহানগরীর পেশাজীবী শাখার আমির ইয়াসিন খান , খেলাফত মজলিস মনোনীত শেখ মুশতাক আহমদ , জমিয়তে ইসলামীর কেন্দ্রীয় নেতা হাম্মাদ আহমদ গাজীনগরী , সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ভোটের মাঠে আছেন ।

সদর-বিশ্বম্ভরপুর নিয়ে সুনামগঞ্জ- ৪ আসন । এ আসনে গণসংযোগে অংশ নেওয়া প্রার্থীদের নজরদারিতে রাখছেন ৩ লাখ ৪১ হাজার ৮৩৩ জন ভোটার । আসনে ধানের শীষ প্রত্যাশীরা হলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন , প্রয়াত সাবেক সংসদ সদস্য ফজলুল হক আছপিয়ার ছেলে ব্যারিস্টার আবিদুল হক আবিদ , জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য আব্দুল হক , জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল , জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত । জামায়াতের মনোনীত প্রার্থী আইনজীবী মুহাম্মদ শামস উদ্দীন , খেলাফত মজলিস মনোনীত মাওলানা আমিরুল আলোচনায় ।

শিল্পনগরী খ্যাত ছাতক , সীমান্তবর্তী উপজেলা দোয়ারাবাজার নিয়ে সুনামগঞ্জ -৫ আসনের অবস্থান । এখানে বিএনপির মনোনয়ন চাইছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন , কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী । প্রচারে আছেন জামায়াতের প্রার্থী আব্দুস সালাম আল মাদানী , খেলাফত মজলিসের আবদুল কাদির , ইসলামী আন্দোলন জেলা শাখার সংখ্যালঘু সম্পাদক হাবিবুল্লাহ আশরাফী , খেলাফত মজলিসের ( মামুনুল হক ) সাদিক সালিম , স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম ।