
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদল হক জিহাদ।
এর আগে ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক অফিস আদেশে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব প্রদান করা হয়। এর আগে তিনি সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসে শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় একাডেমির সকল বিভাগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভ্ছো জানানো হয়।
মতবিনিময় সভায় একাডেমির সকল বিভাগের পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলেল শুভ্ছো জানানো হয়। ছবি: সংগৃহীত
মতবিনিময় সভায় ফয়েজ মো. আলাউদ্দিন খান বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি যেহেতু একটি জাতীয় প্রতিষ্ঠান তাই সারাদেশের সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা অপসংস্কৃতির কথা বলছি না। সংস্কৃতি মানে হলো মানুষের মধ্যে যে নান্দনিকতা অথবা অমঙ্গলের বিরুদ্ধে যে মঙ্গল অথবা অশান্তির বিরুদ্ধে যে শান্তি, মানুষে মানুষে বিভেদ দূর করে তাদের মধ্যে এক ধরণের সম্প্রীতি তৈরি করা। এই সবকিছুর জন্য সংস্কৃতি চর্চার ভীষণ প্রয়োজন।’
মহাপরিচালক আরও বলেন, ‘একজন শিল্পী যখন শৈল্পিকতার মাধ্যমে তার পরিবেশনা উপস্থাপন করে সেগুলো মানুষকে আপ্লুত করে, মানুষকে হৃদয়ের কাছাকাছি যাওয়ার একটা জায়গা করে দেয়। তাই আপনারা যারা শিল্পকলা একাডেমিতে আছেন এটাকে শুধুমাত্র একটা চাকুরী না ধরে যদি আপনারা এটাকে মিশন এবং ভিশন এই দুটোকে একত্রিত করে বাংলাদেশের মানুষকে অপসংস্কৃতির হাত থেকে দূরে এনে সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে পারেন এবং এই ধারাটা বজায় রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়।’
নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মু. বিল্লাল হোসেন খান, উপসচিব (উন্নয়ন ও পরিকল্পনা শাখা-২ এবং অতিরিক্ত দায়িত্ব শিল্পকলা শাখা) মৌসুমী সরকার রাখী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি এবং অর্থ উপবিভাগের উপপরিচালক সরকার জিয়া উদ্দিন আহাম্মদ।
এসময় উপস্থিত ছিলেন প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান, প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান, চারুকলা বিভাগের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) প্রদ্যোত কুমার দাস, প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা, সংগীত নৃত্য ও আবৃত্তি বিভাগের উপ পরিচালক বেগম শামীমা আক্তার জাহান, প্রশাসন বিভাগের উপপরিচালক জি. এম. জাকির হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন। এরপর শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।