
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর এবার কি জাতীয় পার্টিকেও (জাপা) নিষিদ্ধ করবে বাংলাদেশ সরকার? এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণে চলছে তুমুল আলোচনা। বেশ কয়েকটি রাজনৈতিক দল জাপাকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। দলটিকে নিষিদ্ধ করা ঠিক হবে কিনা মতামত জানিয়েছেন জৈষ্ঠ্য সাংবাদিক মাসুদ কামাল।
রবিবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে নিজের মতামত তুলে ধরেছেন মাসুদ কামাল। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, নির্বাচনের আগে আগে এসে হঠাৎ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির পিছনে মূল কারণ কী?
মাসুদ কামাল লিখেছেন, ‘গণঅধিকার পরিষদ দাবি তুলেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। জামায়াতে ইসলামও একই দাবি করছে। এনসিপির দাবিও তাই।’
তাদের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে মাসুদ কামাল লিখেছেন, ‘নির্বাচনের আগে আগে এসে হঠাৎ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার এমন দাবির পিছনে মূল কারণ কী? নুরুল হক নুরকে প্রহার করা? বিভিন্ন ভিডিওতে যা দেখলাম, নুর তো মার খেয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে। ওই লোকগুলো কি জাতীয় পার্টি করেন? নাকি, আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টির বাক্সে পড়তে পারে—এমন ভয় কি পাচ্ছে ওই দলগুলো?’
ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে তিনি লিখেছেন, ‘ভোটের রাজনীতিতে যারাই আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে, তাকেই সরিয়ে দিতে হবে—এটাই কি তাহলে ‘নতুন গণতন্ত্র?’ ড. মুহাম্মদ ইউনূস কিছুদিন আগে বলেছিলেন—ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দেবেন। আমরা তাহলে সেই দিকেই অগ্রসর হচ্ছি?’
উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাজধানী ঢাকায় গণঅধিকার পরিষদ এবং জাতীয় পার্টির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে গণঅধিকার পরিষদের সমাবেশে পুলিশ ও সেনাবাহিনীর হামলায় দলটির সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এরপর সেদিন রাতেই ময়মনসিংহ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাংচুর এমনকি আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) এক প্রতিবাদ সমাবেশে জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করা, নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা এবং হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি তুলেছে গণ অধিকার পরিষদ।