Image description

বিশ্বের শীর্ষ সমুদ্র বন্দরগুলোর কনটেইনার পরিবহনের তালিকায় এক ধাপ পিছিয়ে গেছে চট্টগ্রাম বন্দর। যুক্তরাজ্যের শিপিং বিষয়ক শতবর্ষ প্রাচীন ও স্বনামধন্য প্রকাশনা লয়েডস লিস্ট প্রকাশিত ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৫’ প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালের হিসাবে চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন ৬৮তম। ২০২৩ সালের কনটেইনার হ্যান্ডলিংয়ের হিসেবে গেল বছর এ অবস্থান ছিল ৬৭তম।

২০২৪ সালে চট্টগ্রাম বন্দরে ৩২ লাখ ৭৫ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করেছে। আগের বছর এ সংখ্যা ছিল ৩০ লাখ ৫০ হাজার টিইইউএস। এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ৩৭ শতাংশ। অথচ বিশ্বব্যাপী কনটেইনার হ্যান্ডলিং বাড়ায় চট্টগ্রাম বন্দরকে এক ধাপ পিছিয়ে পড়তে হলো।

প্রকাশিত তালিকা অনুযায়ী চীন এবং সিঙ্গাপুর আগের মতোই প্রথম ও দ্বিতীয় স্থান দখলে রেখেছে। পাঁচ কোটির বেশি কন্টেইনার হ্যান্ডলিং করে চীনের সাংহাই বন্দর প্রথম, চার কোটির বেশি কন্টেইনার হ্যান্ডলিং করে সিঙ্গাপুর বন্দর দ্বিতীয় স্থানে রয়েছে। আর বাংলাদেশ গত বছর যে ৬৭ তম স্থানে ছিল সেটি এবার দখল করেছে সউদি আরবের দাম্মাম বন্দর।

২০০৯ সালে ৯৮ তম স্থান অর্জন করে প্রথমবারের মতো বিশে^র প্রভাবশালী বন্দরের তালিকায় প্রবেশ করেছিল চট্টগ্রাম বন্দর। বিগত ২০১০ সালে ৮৮তম, ২০১১ সালে ৮৯তম, ২০১২ সালে ৯০তম, ২০১৬ সালে ৮৬তম, ২০১৪ সালে ৮৭তম, ২০১৫ সালে ৭৬তম, ২০১৬ সালে ৭১তম, ২০১৭ সালে ৭০তম অবস্থানে পৌঁছেছিল চট্টগ্রাম বন্দর।

২০১৮ সালে কন্টেইনার পরিবহনের হিসেব করে ২০১৯ সালের তালিকায় বন্দরের অবস্থান ছিল ৬৪ তম। ২০২০ সালে আরো ছয় ধাপ এগিয়ে বন্দরের অবস্থান হয় ৫৮ তম। করোনা মহামারির কারণে ২০২১ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান পিছিয়ে ২০১৭ সালের জায়গায় পৌঁছেছিল।