Image description

এভাবে ‘মব’ চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে’ তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।শনিবার দুপরে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এ প্রশ্ন তুলেন তিনি।

মান্না বলেন, বিগত যে তিনটা নির্বাচন হয়েছে তাতে মানুষের সামনে মুখ দেখানোর উপায় নেই। পৃথিবীর কাছে আমাদের সন্মান নষ্ট হয়েছে। যদি এই সরকার ভালো একটা নির্বাচন করে যেতে পারে, দেশের সন্মান বাঁচবে।

তিনি প্রশ্ন করে বলেন, ‘কিন্তু কী দেখছি? পাটগ্রামে, ব্রাক্ষণবাড়ীয়াতে, বরিশালে যেভাবে মব চলছে, সেটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে? মব ভায়োলেন্সে দেশে যে অবস্থা, সাবেক সিইসি নুরুল হুদাকে পারলে বিচার করে ফাঁসি দেন, তবে আর মব ভালোলেন্স সহ্য করার মতো না।

সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের প্রসঙ্গ টেনে মাহমুদুর রহমান বলেন, আগে আমি নিয়মিত বৈঠকগুলোতে যেতাম, এখন মনে হয় গিয়ে লাভ নেই। অনেক বিষয়েই এমন মতভেদ তৈরি হয়েছে যে আমি জানি না কীভাবে নিষ্পত্তি হবে?

তিনি বলেন, ঐক্যমত্য না হলে প্রফেসর ইউনুস বলেছেন, কিছু চাপিয়ে দেবেন না। তাহলে সংস্কার হবে কীভাবে? একবছর তো কিছুই করতে পারেননি। বড় দল বা মাঝারি দল আপত্তি করলে সেখানেও যেতে পারেন না। এরকম পরিস্থিতিতে আমার যেটা মনে হয় সবচেয়ে বড় সংস্কার একটা ভালো নির্বাচন।

নাগরিক ঐক্যের উদ্যোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ কতটুকু সুরক্ষা দেয়’ শীর্ষক এই সেমিনার হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ বিষয়ক সম্পাদক দিদারুল ভূঁইয়া, এনসিপির ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়ক আকরাম হুসাইন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুর।