
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়েছে। রোববার দুপুর সোয়া ১টায় নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শহরের শান্তি মোড় থেকে এ পদযাত্রা শুরু হয়।
পদযাত্রায় উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।
২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সারা দেশব্যাপী ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু হয়।
এ পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ শতাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন।