Image description

সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ‘ড. ইউনুসকে পেয়ে মানুষ নির্বাচন ভুলে গেছে কিন্তু বিএনপি ভুলে নাই’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে নির্বাচন বিষয়ে রুমিন ফারহানা এমন কোনো মন্তব্য করেননি এবং বার্তা বাজারও আলোচিত দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এছাড়াও রুমিন ফারহানা আলোচিত মন্তব্যটি করেননি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বার্তা বাজারের একটি ফটোকার্ড নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বার্তা বাজারের লোগো রয়েছে তবে এটি প্রকাশের তারিখ ৩০ জুন, ২০২৫ উল্লেখ রয়েছে।

বার্তা বাজারের লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবিসম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, বার্তা বাজারের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে গত ৩০ জুন গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে ডক্টর ইউনূসের কর্মকাণ্ডে সাধারণ মানুষ কিন্তু হ্যাপি না: রুমিন ফারহানা শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ফাটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। তবে উভয়ের শিরোনাম এবং শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের ভিন্নতা রয়েছে। 

মূলত, এই ফটোকার্ডটির ‘ডক্টর ইউনূসের কর্মকাণ্ডে সাধারণ মানুষ কিন্তু হ্যাপি না: রুমিন ফারহানা’ শীর্ষক শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘ড. ইউনুসকে পেয়ে মানুষ নির্বাচন ভুলে গেছে কিন্তু বিএনপি ভুলে নাই’ শিরোনাম প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, বার্তা বাজারের এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সম্বলিত বার্তা বাজারের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন কিংবা অন্যকোনো সূত্রে রুমিন ফারহানার আলোচিত মন্তব্যটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, “ডঃ ইউনুসকে পেয়ে মানুষ নির্বাচন ভুলে গেছে কিন্তু বিএনপি ভুলে নাই-রুমিন” শীর্ষক দাবিতে বার্তা বাজারের নামে প্রচারিত ফটোকার্ডটি  সম্পাদিত।