Image description

ময়মনসিংহ নগরীতে বাসায় ঢুকে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার পর তার সাবেক স্বামী পাশের কক্ষে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ জুলাই) ভোরে নগরের গুলকীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। 

 

নিহত নাররি নাম রওশন আক্তার (৪২)। গুলকীবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় মেয়েকে নিয়ে থাকতেন তিনি। তার বাবার বাড়ি নেত্রকোণা সদর উপজেলার রাজুর বাজার এলাকায়। তিন মাস আগে নগরের সেনবাড়ি এলাকার ওমান প্রবাসী রাকিবুল করিম (৫০) সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয়। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ের ও ছোট মেয়ে ময়মনসিংহ নগরের ক্যান্টনমেন্ট কলেজে উচ্চমাধ্যমিকে পড়ে। 

পারিবারিক কলহের জেরে রাকিবুলকে মাস তিনেক আগে তার স্ত্রীকে তালাক দেন। আত্মহত্যার আগে রাকিবুল করিম নামের ওই ব্যক্তি নিজের জমিজমার দলিলপত্র তার মেয়েকে বুঝিয়ে দেন।

পুলিশ জানায়, ময়মনসিংহ নগরের সেনবাড়ি এলাকার ওমান প্রবাসী রাকিবুল ও রওশন দম্পতি দুই কন্যা সন্তান নিয়ে বসবাস করতেন। মাস তিনেক আগে পারিবারিক কলহের জেরে রওশনকে ডিভোর্স দেন স্বামী। পরে ছোট মেয়েকে নিয়ে গুলকিবাড়ি এলাকায় ভাড়া বাসায় চলে যান রওশন আক্তার।

মঙ্গলবার সকালে হঠাৎ রওশনের ভাড়া বাসায় প্রবেশ করে রাকিবুল। পরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যার পর, বাসার অপর একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন রাকিবুল। ঘটনার সময় একটি কক্ষে ছোট মেয়ে রোজাকে আটকে রাখে বাবা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।