Image description

ডাক্তার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত আজ (৯ মে) রাতে তার ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে একটি সতর্কতামূলক বার্তা দিয়েছেন।

তাঁর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- 

“এই এনসিপি আবারও জাশি, হেফাজত কে বাইপাস কইরা সব ক্রেডিট নিজেরা নিয়া নিবে ।

 

সাদা কাগজে লেইখা রাখেন।

 

ওগো কামই হইলো ইস্যু তৈরি কইরা সিম্প্যাথী আদায় করা ।”