সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদকে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) রয়্যাল কোর্টের বরাতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ৯০ বছর বয়সী বাদশাহ সালমানকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এর বাইরে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এসপিএর তথ্যমতে, সর্বশেষ গত মঙ্গলবার তিনি মন্ত্রিসভার একটি বৈঠকে সভাপতিত্ব করেন।
বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের শাসক বাদশাহ সালমান ২০২৪ সালে ফুসফুসে প্রদাহজনিত সমস্যার কারণে চিকিৎসা গ্রহণ করেছিলেন। তবে এবারের স্বাস্থ্য পরীক্ষার কারণ সম্পর্কে রয়্যাল কোর্টের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
বাদশাহ সালমান সৌদি আরবের সপ্তম শাসক। প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুলআজিজের ইন্তেকালের পর সিংহাসনে আরোহণ করেন। এর আগে কয়েক দশক ধরে একাধিক সৌদি বাদশাহর ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
উল্লেখ্য, রাজা সালমান ১৯৩৫ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালে সিংহাসনে আরোহণ করেন। তিনি আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশা আব্দুল আজিজ আল সৌদের ২৫তম পুত্র। বাদশাহ সালমান তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন রিয়াদের প্রিন্সেস স্কুলে। পুত্রদের পড়াশোনার জন্য এই স্কুল প্রতিষ্ঠা করেন বাদশাহ আবদুলআজিজ। তিনি রাজপরিবারের একজন অত্যন্ত বিশ্বস্ত ও অভিজ্ঞ পরামর্শদাতা হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবনে তিনি যেমন ধর্মীয় ও আধুনিক শিক্ষায় শিক্ষিত তেমনি ইসলামী ইতিহাস ও রাজনীতিতে তার গভীর পাণ্ডিত্য রয়েছে।
১৯৫৪ সালে রিয়াদের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সালমান। ১৯৬৩ সালে রিয়াদ অঞ্চলের গভর্নর হিসেবে নিযুক্ত হন। তিনি কয়েক দশক ধরে এ পদে দায়িত্ব পালন করেন।
বাদশাহর অনুপস্থিতিতে বর্তমানে তার পুত্র এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কার্যত দেশ পরিচালনার মূল দায়িত্ব পালন করছেন। রয়্যাল কোর্ট থেকে জানানো হয়েছে যে বাদশাহর পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এই নেতার দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস, রয়টার্স