সংযুক্ত আরব আমিরাতের ইউএই বিগ টিকিটের দ্য বিগ উইন কনটেস্ট-এর সর্বশেষ ড্রতে ইউএই, জর্ডান, ভারত ও বাংলাদেশের চারজন অংশগ্রহণকারী প্রত্যেকে ১ লাখ ৪০ হাজার দিরহাম করে জিতেছেন। বিজয়ীদের মধ্যে রয়েছেন বাংলাদেশি রাঁধুনি আলাউদ্দিন শাহজাহান (৩০)। আবুধাবিতে কর্মরত আলাউদ্দিন পরিবার থেকে দূরে থাকায় এই জয় তার জন্য আবেগঘন মুহূর্ত হয়ে উঠেছে। তিনি জানান, ২১ জন বন্ধুর একটি গ্রুপের সঙ্গে প্রতি মাসে টিকিট কিনতেন এবং ভবিষ্যতেও বিগ টিকিটে অংশ নেওয়া চালিয়ে যাবেন। তিন বছর ধরে নিয়মিত অংশগ্রহণের পর ভাগ্যের দেখা পেয়েছেন আলাউদ্দিন।
বিজয়ীদের মধ্যে রয়েছেন আবুধাবি প্রবাসী ৪৮ বছর বয়সী জর্ডানিয়ান ব্যাংকিং পেশাজীবী মালেক সেওয়াদেহ। তিনি ২০১৬ সাল থেকে বিগ টিকিটে অংশ নিচ্ছেন। এই জয়ে তিনি বেশ অবাক হয়েছেন বলে জানান এবং পুরস্কারের অর্থ পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও ড্রতে অংশ নেওয়ার পরিকল্পনার কথা বলেন।
এছাড়াও আবুধাবিভিত্তিক সরকারি প্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) পরিচালক আবদুল্লাহ আলমহেইরি (৩৯) গত বছর ইনস্টাগ্রামের মাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পেরে অংশগ্রহণ শুরু করেন। তিনি বলেন, এই অপ্রত্যাশিত জয় তার দিনটি আনন্দে ভরিয়ে দিয়েছে। তিনি পুরস্কারের অর্থ দিয়ে স্ত্রীকে নিয়ে ছুটিতে যাওয়ার পরিকল্পনা করছেন এবং আগামীতেও অংশ নিতে চান।