Image description

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতায় থাকাকালীন ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে বিপুল পরিমাণ সোনা বিক্রি হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) কাস্টমসের তথ্য উদ্ধৃত করে রয়টার্স এ খবর জানিয়েছে।

কাস্টমসের তথ্যমতে, মাদুরোর নেতৃত্বের প্রাথমিক বছরগুলোতে- ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ৪.১৪ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক (৫.২০ বিলিয়ন ডলার) মূল্যের সোনা সুইজারল্যান্ডে গেছে। এর পরিমাণ অন্তত ১১৩ মেট্রিক টন।

সুইস সম্প্রচার মাধ্যম এসআরএফ জানিয়েছে, এই সোনা পাঠানোর উৎস ছিল ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক। জানা গেছে, তখন দেশটির অর্থনীতি চরম সংকটের মুখে ছিল। মূলত সেই পরিস্থিতি সামাল দিতেই সরকার স্বর্ণের মজুত বিক্রি করে দেওয়ার পথ নেয়।

২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে- শুল্ক তথ্যানুসারে, ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে আর কোনো সোনা রপ্তানি হয়নি।

এর আগে গত সোমবার মাদুরো এবং তার ৩৬ জন সহযোগীর দেশে থাকা সম্পদ জব্দ করার নির্দেশ দেয় সুইজারল্যান্ড।

দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে মাদক চক্রের সঙ্গে সম্পৃক্তরার অভিযোগ করে আসছিল। এরপর দেশটিকে ঘিরে বিশাল বাহিনী মোতায়েন করা হয়। গত শনিবার আকস্মিক অভিযান চালিয়ে মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। তাকে নিউ ইয়র্কের একটি আদালতে মাদক পাচার এবং মাদক-সন্ত্রাসবাদসহ নানা অভিযোগের মুখোমুখি করা হয়।

 
ইত্তেফাক