ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় । শনিবার রাষ্ট্রীয় বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে রাশিয়া। এছাড়া বলিভারিয়ান নেতৃত্বের অনুসরণ করে ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দেয় রাশিয়া। ভোরে রাজধানী কারাকাসে ধারাবাহিক বিস্ফোরণের পর পরিস্থিতি আরও তীব্র হওয়ার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলছে, ভেনেজুয়েলায় হামলাকে ন্যায্যতা দেওয়ার জন্য যে অজুহাত দেখানো হয়েছে তা অগ্রহণযোগ্য।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এখানে আদর্শগতভাবে পরিচালিত শত্রুতার বাস্তববাদীতা এবং বিশ্বাস ও ভবিষ্যদ্বাণীর উপর ভিত্তি করে সম্পর্ক গড়ে তোলার ইচ্ছার বিপরীতে সবকিছু প্রাধান্য পেয়েছে।
মন্ত্রণালয় বিরোধ সমাধানের একমাত্র উপায় হিসেবে সংলাপের আহ্বান জানিয়েছে এবং বলেছে যে তারা কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘আমরা ভেনেজুয়েলার জনগণের সাথে আমাদের সংহতি এবং দেশের জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য বলিভারিয়ান নেতৃত্বের অনুসরণ করা পথের প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।
কারাকাসে রাশিয়ার দূতাবাস জানিয়েছে যে তারা স্বাভাবিকভাবে কাজ করছে এবং ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এবং দক্ষিণ আমেরিকার দেশটিতে অবস্থিত রাশিয়ান নাগরিকদের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। হামলায় কোনো রুশ নাগরিক আহত হয়েছেন বলে তারা জানায়নি।
উল্লেখ্য, বলিভারিয়ান নেতৃত্ব হলো সিমোন বলিভারের প্যান-আমেরিকান, মুক্তিকামী চেতনাকে কাজে লাগিয়ে, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদের মিশেলে ভেনেজুয়েলায় একটি শক্তিশালী, সাম্রাজ্যবাদ-বিরোধী ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের রাজনৈতিক প্রক্রিয়া ও দর্শন।