Image description
 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে স্বর্ণ চোরাচালান নিয়ে বিরোধের জেরে মতিয়ার রহমান মতি নামে এক ব্যক্তিকে আবারও গুলি করে হত্যাচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউপির ভাষানপোতা এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে গত বছরের ২৫ মার্চ সকালের দিকে বাঘাডাঙ্গা গ্রামের কামারবাড়ি মোড়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়েছিল। মতিয়ার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পশ্চিমপাড়ার আজিজুর রহমানের ছেলে।

 

স্থানীয়রা বলেন, সোমবার বিকেল ৪টার দিকে মতিয়ার মহেশপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া ইউপির ভাষানপোতায় পৌঁছালে পেছন দিক থেকে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় মতিয়ারকে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।

 

স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী বলেন, স্বর্ণ চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব ছিল তাদের। সেই দ্বন্দ্বের জের ধরেই তাকে গুলি করা হয়েছে। এর আগেও একবার তাকে হত্যার জন্য গুলি করা হয়েছিল।

 

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১৭ জানুয়ারি বাঘাডাঙ্গা গ্রামে মন্টু ও তার ভাতিজা শামিমকে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করে। সে ঘটনার জের ধরেই আবারও এ হত্যাচেষ্টা। স্থানীয় ইউপি সদস্য ওবাইদুল ইসলাম বেলেন, স্বর্ণ চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে তাকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়। ২০২৪ সালের ১৭ জানুয়ারি ডাবল হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম আকালের সঙ্গে অনেক আগে থেকে মতিয়ারের হুন্ডি ও স্বর্ণ চোরাচালানের অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে তার ওপর আবারও হামলা করা হয়েছে।

মহেশপুর থানায় ওসি মেহেদী হাসান বলেন, পূর্ব শত্রুতার জেরে মতিয়ার রহমানকে গুলি করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য যশোরে নিয়ে গেছে। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি।