তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোকায়েলি প্রদেশের ইজমিট জেলার কিউবুকলুবালা এলাকায় রাশিয়ার তৈরি একটি ড্রোন পাওয়া গেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এটি একটি 'Orlan-10' মডেলের ড্রোন বলে মনে করা হচ্ছে, যা সাধারণত গোয়েন্দা ও নজরদারির উদ্দেশ্যে ব্যবহৃত হয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
স্থানীয় সূত্রের বরাতে তুর্কি গণমাধ্যমগুলো জানিয়েছে, গত বুধবার ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত সোমবার গণমাধ্যমগুলো খবর দিয়েছিল, কৃষ্ণ সাগর থেকে তুর্কি আকাশসীমার দিকে এগিয়ে আসার সময় 'নিয়ন্ত্রণ হারিয়ে' একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেনি, এটি গুলি করে ভূপাতিত করা হয়েছে নাকি কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে।
সম্প্রতি কৃষ্ণ সাগরে তুর্কি উপকূলে দুটি রাশিয়ান তেল ট্যাঙ্কারে ড্রোন হামলার পর আগুন লেগে যায়। এরপর গত সপ্তাহে ইউক্রেনের বন্দর শহর ওডেসার কাছে এক হামলা তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান কৃষ্ণ সাগরকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যেন 'সংঘাতের ক্ষেত্র' না হয়ে ওঠে, সে বিষয়ে সতর্ক করেছেন।