সৌদি আরবের উত্তর-পূর্বাঞ্চলের তাবুক প্রদেশে টানা ভারী বৃষ্টির কারণে ভূমিধস হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিধসে সড়কে বড় গর্ত সৃষ্টি হওয়ায় জরুরি সেবা সংস্থা ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
সৌদি জিওলজিক্যাল সার্ভের মতে, অতিবৃষ্টিতে মাটি দুর্বল হয়ে যাওয়ায় ভূমিধস ঘটেছে। তবে বর্তমানে নতুন করে ভূমিধসের ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে সংস্থাটি। বিশেষায়িত উদ্ধারকারী দল ঘটনাস্থল ঘুরে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলের আশপাশে না যেতে নাগরিকদের সতর্ক করেছে। পাশাপাশি খারাপ আবহাওয়ায় সতর্ক থাকা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে।
এদিকে সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটিরিওলজি (এনসিএম) সোমবার থেকে বুধবার পর্যন্ত মক্কা অঞ্চলের জেদ্দা, আল কামিল, আদহাম, রাবিঘ, খুলাইস ও বাহরাহসহ কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, প্রবল বর্ষণে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মক্কা অঞ্চল বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রবল বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি ও ধুলিঝড় দেখা দিতে পারে। নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের পক্ষ থেকে।
অন্যদিকে শনিবার তাবুকের হাকল গভর্নরেটে বজ্রঝড়ে ব্যাপক ভোগান্তি তৈরি হয়। আল দুররা সীমান্তচৌকি, ওয়াদি মাবরাক, আল যায়তাহ, রাস আল যায়তাহ, আল খার্জ, আল ওয়াদি আল আব্যাদ, আল মুজাইফিল ও শরিফ মু’তিয়াহসহ বিভিন্ন শহর-গ্রাম এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উলু আল কুসাইর ও আলকান এলাকায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে, যার ফলে নিম্নাঞ্চল ও উপত্যকাগুলোতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
সূত্র: গালফ নিউজ