Image description

জাপানে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) রাতে সমুদ্র উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে।

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবারের ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২। সংস্থাটি জানায়, ভূমিকম্পটি আওমোরি ও হোক্কাইডোর উপকূলের কাছে সংঘটিত হয়েছে। এর ফলে জাপানের উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

ভূমিকম্পের তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।