Image description
 

মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার (২১ নভেম্বর) থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এ আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এবারের আসরে মিস ইউনিভার্সের মুকুট জয় করেছেন মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ।

 

সিএনএনের প্রতিবেদন থেকে জানা গেছে, ২৫ বছর বয়সি ফাতিমা বশকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের মুকুট বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থাইলভিগ।

এবারের আসরে রানারআপ হয়েছেন থাইল্যান্ডের প্রভিনার সিং। শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ভেনেজুয়েলার স্টেফানি আবসালি, ফিলিপাইনের আহতিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসি।

চূড়ান্ত পর্বে সাঁতারের পোশাকের রাউন্ডের পর শীর্ষ ৩০ প্রতিযোগীর সংখ্যা ১২-তে নামিয়ে আনা হয়। আর সন্ধ্যার রাউন্ডের পর সেখান থেকে নির্বাচিত হন ৫ জন। এ পর্বে প্রতিযোগীদের কাছে জানতে চাওয়া হয়―তারা জাতিসংঘের সাধারণ পরিষদের সামনে কোন বৈশ্বিক বিষয় নিয়ে কথা বলবেন এবং কীভাবে তারা তরুণীদের ক্ষমতায়নের জন্য মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম ব্যবহার করবেন?

সৌন্দর্য প্রতিযোগিতার ‘সুপার বোল’ হিসেবে মিস ইউনিভার্স বিশ্বজুড়ে ব্যাপক পরিচিত। প্রতি বছর এর আসরে লাখ লাখ দর্শক এসে থাকেন। স্থানীয় প্রতিযোগিতার মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়। যা মিস ইউনিভার্স অর্গানাইজেশন থেকে স্থানীয় পর্যায়ে অনুমোদন প্রদান করা হয়।

 

 

এবারের মিস ইউনিভার্সের আয়োজক দেশ থাইল্যান্ড। এ প্রতিযোগিতায় ফিলিপাইনের পাশাপাশি এশিয়ার বৃহত্তম ভক্ত-শুভাকাঙ্ক্ষীও রয়েছেন। প্রতিযোগিতাটি তিন সপ্তাহ ধরে বাছাই পর্বের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিনিধিরা সারাদেশে ভ্রমণ করে মহড়া ও ইভেন্টগুলোতে অংশগ্রহণ করেন।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুটজয়ী মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা পিপলস চয়েজে ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ভোটিংয়ে ওঠানামায় হেরে গেলেন তিনি।

উল্লেখ্য, তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্সের প্রতিযোগিতাটির মূল আসরে অংশ নিতে থাইল্যান্ডের উদ্দেশে উড়াল দেন ২ নভেম্বর। মিস ইউনিভার্স ক্যাম্পে দুই সপ্তাহ কাটিয়েছেন তিনি। এই দুই সপ্তাহে শিখেছেন সময় ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং নিজেকে নতুনভাবে তুলে ধরার কৌশল। 

মিথিলা শুরুতে ছিলেন র্যাম্প মডেল। ২০১৯ সালে ভারতীয় পরিচালক হায়দার খানের ‘রোহিঙ্গা’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক। একই বছরে ‘ফেস অব বাংলাদেশ’ এবং ‘ফেস অব এশিয়া’-এ মুকুট জেতেন। পরে ২০২০ সালে নির্বাচিত হন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’। মিথিলা বলেন, ‘২০২০ সালে মিস ইউনিভার্সের জন্য প্রস্তুতি ও জয়টা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওই সময় অনেকে গালি দিয়েছেন। কেউ ভাবত, আমি কিছু করতে পারব না। মন খারাপ হয়েছিল, তবে কাউকে সেই কষ্ট বুঝতে দিইনি।