Image description
 

ইন্দোনেশিয়ার মধ্য জাভায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। আজ (শুক্রবার) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একথা জানিয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ২১ জন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। খবর জিও নিউজের।

 

গত সপ্তাহে সিলাকাপ শহর এবং সপ্তাহান্তে বানজারনেগারা অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধস হয়। ভূমিকম্পের পর প্রায় ২১ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা।।

 
 
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বেশি হয় যেসব কারণে 

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি বলেন, উদ্ধারকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা বানজারনেগারায় আরো ৭টি লাশ খুঁজে পেয়েছে। যার ফলে সেখানে মৃতের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।

মুহারি বলেন, ভূমিধসের পর কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সাতজন আহত হয়েছে এবং ৯০০ জনেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

তিন কারণে পৃথিবীতে ভূমিকম্প অনুভূত হয় 

তিনি আরো বলেন, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যসহ কমপক্ষে ৭০০ উদ্ধারকারী নিখোঁজদের সন্ধানে কাজ করছেন। মুহারি বলেন, বৃষ্টিপাতের কারণে নতুন করে ভূমিধসের ঝুঁকি রয়েছে।

সিলাকাপে উদ্ধারকারীরা এই সপ্তাহে আরো চারটি লাশ খুঁজে পেয়েছেন। যার ফলে এখানে মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে এবং তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।