মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তবর্তী তারুতাও দ্বীপের কাছে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে একজন নিহত ও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। নৌকাটিতে প্রায় ৯০ আরোহী ছিলেন।
মালয়েশিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সাগর থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন বাংলাদেশি, মিয়ানমারের তিনজন ও দুজন রোহিঙ্গা শরনার্থী। সাগরে অভিবাসীবাহী আরও দুটি নৌকা ভাসছে। সেগুলোর অবস্থান শনাক্ত করা যায়নি।
পুলিশ কর্মকর্তা আজলি আবু শাহ জানিয়েছেন, ৯০ আরোহী নিয়ে ডুবে যাওয়া নৌকাটি উল্টে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনাস্থলটি মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র লাংকাবির ঠিক উত্তরে।
এশিয়ার বিভিন্ন দেশের অভিবাসী ও শরনার্থীদের কাছে সম্প্রতি মালয়েশিয়া আবাসস্থলে পরিণত হয়েছে। এসব ব্যক্তিদের অনেকেই অনুমোদিত কাগজপত্র ছাড়া নির্মাণ, কৃষিসহ অন্যান্য খাতে কাজ করেন। তাদের মধ্যে অনেকেই মিয়ানমার থেকে পালিয়ে আসা।
মানবপাচার চক্রের সহায়তায় অনেক শরণার্থী নৌপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তবে এসব যাত্রা প্রায়ই বিপজ্জনক হয়ে ওঠে, নৌকা ডুবির ঘটনাও ঘটে। ২০২১ সালের ডিসেম্বরে মালয়েশিয়ার উপকূলে একাধিক নৌকা ডুবির ঘটনায় অন্তত ২০ জন প্রাণ হারান।