হাওয়াইয়ের দ্বীপপুঞ্জে স্থানীয় পাখি ও বিশেষত বিপন্ন হাওয়াইয়ান মধুচক্রের সংখ্যা হ্রাস প্রতিরোধ করতে ড্রোনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। চলতি বছরের জুনে বনাঞ্চলে আকাশ থেকে কয়েক ডজন জৈব পচনশীল শুঁটি ফেলা হয়। যেখানে প্রতিটি শুঁটিতেম প্রায় ১,০০০ ল্যাব-পালিত পুরুষ মশা রয়েছে। এই পুরুষ মশাগুলি ওলবাচিয়া ব্যাকটেরিয়া বহন করে, যা বন্য স্ত্রীদের সঙ্গে মিলিত হলে ডিম ফুটতে দেয় না। ফলে আক্রমণাত্মক মশার সংখ্যা ধীরে ধীরে কমে আসবে।
হাওয়াইয়ের স্থানীয় পাখিরা যেমন মধুচক্র, পরাগায়ন ও বীজ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু বর্তমানে মশাবাহিত রোগ এভিয়ান ম্যালেরিয়া দ্বারা মারাত্বকভাবে আক্রান্ত হয়ে সংকটাপন্ন হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে মশা পাহাড়ি অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। ফলে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এই পাখিরা তাদের নিরাপদ আবাসস্থল হারাচ্ছে।
সংরক্ষণবিদরা সতর্ক করে বলছেন, মশা নিয়ন্ত্রণ না হলে এই বিপন্ন প্রজাতির মৌচাষীরা বিলুপ্তির মুখোমুখি হবে। সাধারণ কীটনাশক ব্যবহার স্থানীয় বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে, তাই ড্রোনের মাধ্যমে এই ইকো-ফ্রেন্ডলি পদ্ধতি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।