
ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের নেতাদের হত্যা চেষ্টা করেছে। এই হামলা সাফল্য পায়নি বলে বলা হলেও, ইসরায়েলি কর্মকর্তারা সতর্কবার্তা দিয়েছেন—“এবার বাঁচলেন? পরেরবার বাঁচবেন না।”
মঙ্গলবার, ইসরায়েলের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার ফক্স নিউজকে বলেন, “যদি আমরা এবার তাদের ধরতে পারিনি, পরেরবার ধরব।” এই অভিযানটি এমন সময়ে করা হয়েছে যখন গাজায় সংঘর্ষ বন্ধ করতে কাতার মধ্যস্থতায় নির্বাহী শান্তি আলোচনা চলছে।
হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় পাঁচ জন নিহত হয়েছে, যার মধ্যে রয়েছে গাজার নির্বাসিত প্রধান এবং শীর্ষ কূটনীতিক খালিল আল-হাইয়া’র ছেলে। তবে হামাসের শীর্ষ নেতৃত্ব বেঁচে গেছে বলে তাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে জানিয়েছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, এটি “সম্পূর্ণ স্বাধীন ইসরায়েলি অভিযান” এবং হামাসের শীর্ষ “সন্ত্রাসী প্রধানদের” বিরুদ্ধে পরিচালিত হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয় স্পষ্ট করেছে—ইসরায়েলই অভিযান শুরু করেছে, সম্পন্ন করেছে এবং এর পূর্ণ দায়ভার গ্রহণ করছে।
অন্যদিকে কাতার জানিয়েছে, এই হামলায় তাদের একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে এবং তারা এটিকে “রাষ্ট্রসংক্রান্ত সন্ত্রাস” হিসেবে আখ্যায়িত করেছে।
ইউএস কর্মকর্তারা এই হামলাকে “একতরফা অভিযান” হিসেবে উল্লেখ করেছেন, যা আমেরিকা ও ইসরায়েলের স্বার্থে কোনো অগ্রগতি আনে না।