Image description

গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগে পাকিস্তানে উসমান নামে এক ভারতীয় নাগরিককে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানে প্রবেশের চেষ্টা করার সময় বেলুচিস্তানের চামান সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। খবরএক্সপ্রেস ট্রিবিউনের

একটি বিশেষ আদালতে উসমানের বিচার হয়। বিচারে উসমানকে গুপ্তচরবৃত্তি এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

গ্রেপ্তারের আগে উসমান বেশ কয়েক মাস ধরে নজরদারিতে ছিলেন। গোয়েন্দা প্রতিবেদনে অনুযায়ী, তিনি অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে গোপন অভিযান চালানোর জন্য তিনি পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিলেন।

উসমানের কর্মকাণ্ডকে জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে অভিহিত করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসবাদ গুরুতর অপরাধ, বিশেষ করে যখন বিদেশী নাগরিকরা পাকিস্তানের সার্বভৌমত্বকে ক্ষুন্ন করার চেষ্টা করা হয়।

উসমানের ভারত ও আফগানিস্তানের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তবে এই রায়ের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত।

এরআগে, ২০১৬ সালের মার্চে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ভারতীয় গুপ্তচর কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করে। যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এর একজন কর্মরত কর্মকর্তা যাদবকে বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করার সময় গ্রেপ্তার করা হয়েছিল।