Image description

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। এটা সময়মতো হবেই। নির্বাচন পেছানোর জন্যই গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নুরের হামলা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে এই মন্তব্য করেন বিএনপি নেতা।

‘লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতার সঙ্গে বৈঠক করার। এটা তার নিজস্ব ইখতিয়ার। সেই বৈঠক ফলপ্রসু হয়েছে এবং গোটা দেশবাসী আশ্বস্ত হয়েছে।

নুরের ওপর হামলা ইস্যুতে বিএনপি নেতা বলেন, আমাদের মতামত পরিষ্কার বলেছি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটা ভালোভাবে তদন্ত হওয়া দরকার। নির্বাচনকে বিলম্বিত করার লক্ষ্যে এমন গর্হিত কাজ করা হচ্ছে। কিন্তু নির্বাচন পেছানোর সুযোগ নেই। প্রধান উপদেষ্টারও তাতে মত নেই।