Image description
 

৪০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন আসামের এক যুবক। সম্প্রতি নেট দুনিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর যা নিয়ে চর্চা শুরু হয়েছে। কিন্তু হঠাৎ কেন তিনি এত পরিমাণ দুধ দিয়ে গোসল করেছেন?

 

জানা যায়, ওই যুবকের নাম মানিক আলী। তিনি আসামের নলবাড়ি এলাকার বাসিন্দা। স্ত্রীর সঙ্গে আইনিভাবে বিবাহবিচ্ছেদ হওয়ার পর ‘স্বাধীনতা’ উদযাপনের জন্য তিনি এ কাজ করেছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বাড়ির বাইরে দুধ দিয়ে গোসল করছেন মানিক। সারি করে রাখা রয়েছে চারটি ড্রাম। এক একটিতে ১০ লিটার করে দুধ রয়েছে। সবমিলিয়ে থাকা ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন ওই যুবক। আর সেই সঙ্গে তাকে বলতে শোনা যাচ্ছে, ‘আজ থেকে আমি স্বাধীন।’ ভিডিওটি সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে।

 

 
এলাকাবাসী জানান, আইনিভাবে বিবাহবিচ্ছেদ হওয়ার আগে অন্তত দু’বার ওই যুবকের স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যান। এদিকে দুধ দিয়ে গোসল করতে করতে ওই যুবককে বলতে শোনা যায়, ‘তার স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে। কিন্তু আমি পরিবারের দিকে তাকিয়ে কোনো ঝামেলা বা অশান্তিতে যায়নি।’

 

তিনি আরও জানান, গতকাল উকিল তাকে জানান আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপরেই দুধ দিয়ে স্নান করে স্বাধীনতা উৎযাপন করার সিদ্ধান্ত নেন ওই যুবক।