
রাজধানীর গুলিস্তান নূর হোসেন চত্বরে গাড়ি চাপায় শাহাবুল (২৪) নামে এক ট্রাক হেল্পার নিহত হয়েছে। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে ট্রাক চালক শামীম হোসেন জানান, তাদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তারা চট্টগ্রাম থেকে ঢেউটিন বোঝাই ট্রাক নিয়ে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঢাকায় গুলিস্তান নূর হোসেন চত্বরে তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। তখন একটি পিকআপ ভ্যান থামিয়ে সেটি দিয়ে ধাক্কা দিয়ে স্টার্ট করার চেষ্টা করছিল। তখন ওই দুই গাড়ির মাঝে চাপা পড়ে শাহাবুল। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহটি মর্গে রাখা হয়েছে।