
গাজায় ‘নিষ্ঠুর এবং ম্যাকিয়াভেলিয়ান এক হত্যাযজ্ঞের পরিকল্পনা’ বাস্তবায়ন করছে ইসরায়েল — এমনটাই বলছেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ ল্যাজারিনি। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, মে মাস থেকে এখন পর্যন্ত প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন শুধুমাত্র ত্রাণ সহায়তা নিতে গিয়ে।
শুক্রবার এক্স (টুইটার)–এ দেওয়া পোস্টে ল্যাজারিনি বলেন, ‘আমাদের চোখের সামনে গাজা শিশু ও ক্ষুধার্ত মানুষের কবরস্থানে পরিণত হয়েছে।’
তিনি বলেন, গাজার মানুষের পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই।
ল্যাজারিনির এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন বৃহস্পতিবার মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে পুষ্টিকর খাদ্য সহায়তা নিতে লাইনে দাঁড়ানো অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনী ১৫ জনকে হত্যা করে — যাদের মধ্যে ৯ জন শিশু এবং ৪ জন নারী ছিলেন।
চিকিৎসা সূত্র জানিয়েছে, ওইদিন মোট ৪৫ জন নিহত হয়েছে — যাদের মধ্যে ১১ জন মারা গেছেন রাফাহ শহরে জিএইচএফ পরিচালিত একটি সহায়তা কেন্দ্রের কাছে।